Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দাদির হাতে ৫০০ টাকা দিয়ে কিশোরীকে ধর্ষণের সময় হাতেনাতে আটক মেম্বার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০২:৪২ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০২০, ০২:৪২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ হবিগঞ্জ শহরের উমেদনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাহাব উদ্দিন (৪০) নামে এক ইউপি মেম্বারকে আটক করেছে জনতা। সেখানে হাতেনাতে ধরা পড়ার পর জনতার হাতে ধোলাই দেয়ার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শান্তিপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে ও মিরকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড মেম্বার।

স্থানীয়রা জানায়, ইটনা গ্রামের সেলিম মিয়ার মা সুফিয়া বেগম ও তার বোন আকলিমা উমেদনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। কয়েকদিন আগে সেলিমের মেয়ে (১৩) ফুফুর বাসায় তার দাদিকে নিয়ে বেড়াতে আসে। গত শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সাহাব উদ্দিন তাদের বাসায় আসেন। তিনি ৫শ টাকা দিয়ে কিশোরীর দাদি সুফিয়া বেগমকে বিস্কুট, সিগারেট এবং জুস আনতে দোকানে পাঠান। এ সুযোগে লম্পট মেম্বার ঘরে থাকা ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন মেম্বারকে আটক করে সদর থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর ফুফু আকলিমা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে মেম্বারকে আটক করা হয়েছে। শনিবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। আটক মেম্বারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview