Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্তানকে মারধরের কারণ জানতে চাওয়ায় মা’কে রক্তাক্ত করলো সন্ত্রাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০৪:২১ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০২০, ০৪:২১ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ ঢাকার নবাবগঞ্জে শিল্পী আক্তার নামে এক নারী তার ১২ বছরের সন্তানকে মারধর করার কারণ জানতে চাইলে এলাকার সন্ত্রাসী রিপন (৩০) সেই নারীর হাতে কামড় দেয়। পরে শিল্পী আক্তার নিজেই রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নবাবগঞ্জ পার্কের পাশে বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

শিল্পী জানান, পঙ্গু স্বামী ও দু’সন্তানকে নিয়ে নবাবগঞ্জ এলাকায় থাকেন। তার স্বামী ও ছেলে আরাফাত মিলে ভাঙারি সংগ্রহ করে বিভিন্ন দোকানে বিক্রি করেন। রিপন তার ছেলে আরাফাতকে ভাঙারি সংগ্রহ করতে বাধা দেয়,মারধর ও মাথায় আঘাত করে। এতে তার সন্তান আহত হয়। পরে সন্ধ্যায় রিপনকে দেখতে পেয়ে সন্তানকে মারধরের কারণ জানাতে চাওয়া হয়। এক পর্য়ায়ে শিল্পীর হাতে কামড় দিয়ে পালিয়ে যায় সে।

এছাড়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থানায় গিয়ে মামলা করার কথাও বলেন শিল্পী।

Bootstrap Image Preview