Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আবদুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ০৩:০৭ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ০৩:০৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’।

এই অভিনেতার শরীরে ক্যানসার ধরা পড়ায় তাকে কেমোথেরাপি দেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু তার শারীরিক অবস্থা এতোটাই দুর্বল যে, তিনি কেমো সহ্য করতে পারবেন না। এ কারণে তাকে ভারতের চেন্নাইয়ের হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয়েছে।

গতকাল রবিবার (২০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে দেশে ফেরার পর তার পরিবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেছে।

গেলো ১৫ ডিসেম্বর এই অভিনেতার পরিবারকে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দেন চেন্নাইয়ের চিকিৎসকরা। ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা শুনে এই অভিনেতার পরিবার থেকে চিকিৎসার সব দায়িত্ব চিকিৎসকদের ওপর ছেড়ে দেয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা তার শারীরিক গতিবিধি পর্যবেক্ষণ করে কেমো দিতে সাহস করেননি।

Bootstrap Image Preview