Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালমান শাহ’র নায়িকা শিল্পীর পরিবারের ৩৫ সদস্য করোনায় আক্রান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ০৫:০৬ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ০৫:০৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ সালমান শাহ’র নায়িকা হিসেবে পরিচিত নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী আঞ্জুমান শিল্পী ও তার পরিবারের ৩৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের কেউ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, কেউ হাসপাতালে আছেন। কয়েকজন দ্বিতীয়বার করোনার নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছেন।

শিল্পী জানান, তার শ্বশুরের ১০ ছেলেমেয়ে। তাদের স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ প্রায় সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, আমাদের পরিবারের একজনের বিয়ের জন্য স্বল্প পরিসরে পরিবারের সবাইকে একত্রিত হতে হয়েছিল। পরে সেখান থেকে আমার পরিবার, আমার ভাইয়ের পরিবার, আমার শ্বশুর-শাশুড়ি ও পরিবারের সবাই করোনায় আক্রান্ত হন।

চিত্রনায়িকা শিল্পীর করোনা আক্রান্ত হওয়ার প্রথম খবর গণমাধ্যমে প্রকাশ পায় ২৮ নভেম্বর। সে সময় প্রথমে তিনি বাসায় চিকিৎসা নিলেও পরবর্তীতে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন।

Bootstrap Image Preview