ডিসেম্বর মাস জুড়েই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাঝারি থেকে মৃদ্যু শৈত্যপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।
তিনি জানান, শ্রীমঙ্গলে আজকের তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, শ্রীমঙ্গলে রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা ছিল ৮.১ ডিগ্রি সেলসিয়াস।