Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডাকাতি ঠেকাতে সড়কের দুই পাশের জঙ্গল পরিষ্কার করলো পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১১:৫৯ AM
আপডেট: ২২ ডিসেম্বর ২০২০, ১১:৫৯ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতি ঠেকাতে সড়কের দুই পাশের জঙ্গল পরিষ্কার করেছে বারবাজার হাইওয়ে থানা পুলিশ। ঝিনাইদহ-যশোর সড়কের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

গত রবিবার (২০ ডিসেম্বর) জঙ্গল পরিষ্কার করার সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন, সাবজাল হোসেন, সাংবাদিক হাবিব উসমান, রেজাউল ইসলাম, আরিফ মোল্লা, বেলাল হোসেন বিজয়, রিয়াজ মোল্লা প্রমুখ।

বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, কুয়াশার কারণে সড়কে কিছু দেখা যায় না। তারপরও দুইপাশের জঙ্গলে বেশ ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছিল। কেউ যেন সড়কে ডাকাতির চেষ্টা করতে না পারে এজন্য সড়কের দুইপাশের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। সড়কের দু’পাশে বড় বড় গাছে বেশ জঙ্গল হয়ে পড়েছে। ঘটতে পারে দুর্ঘটনা ও ডাকাতির ঘটনা।

Bootstrap Image Preview