বিডিমর্নিং ডেস্কঃ নাটোরের লালপুরে বিয়ের ২৪ দিনের মাথায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আইরিন খাতুন (২২)। তিনি লালপুর উপজেলার জোতদৈবকী গ্রামের রুবেল আলীর স্ত্রী এবং ঈশ্বরদী থানার মাজদিয়া গ্রামের আওয়ালের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৩ ডিসেম্বর) ভোরবেলা স্বামী পাওয়ারটিলার নিয়ে কাজে চলে যায়। সকাল আনুমানিক সাতটার সময় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের তিরের সাথে গলায় ফাঁস দিয়ে আইরিন ঝুলে আছে। এমতাবস্থায় তারা লালপুর থানায় খবর দিলে লালপুর থানা পুলিশ এসে লাশ নিয়ে যায়।
লালপুর থানার ওসি সেলিম রেজা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।