Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ফেসবুকে গিয়ে দেখি গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১১:৪৯ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০, ১১:৪৯ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের ১নং বাবুরাইলে এক যুবক আত্মহত্যা করেছে। গত বুধবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেসমিন বেগমের বাড়িতে ফেসুবক লাইভে সে আত্মহত্যা করে বলে জানান তার স্বজনরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃত ফরহাদ হোসেন (২২) চাঁদপুরের মতলব উপজেলার ইসলামবাদ গ্রামের রুহুল আমিনের ছেলে ও শহরের নয়ামাটি ডিলাক্স নিটিংএ পোশাক কারখানার শ্রমিক।

নিহতের স্বজনরা জানান, মৃত ফরহাদ হোসেন ব্যাচেলার রুমে ৪ জনের সাথে ভাড়া বাসায় থাকতেন। গত ২ মাস ধরে সে এ বাসার বাসিন্দা।

নিহতের ছোট ভাই হৃদয় জানান, গতকাল রাতে এক আত্মীয় তাকে ফোন করে বলেন, তোমার বড় ভাই গলায় ফাঁসি দিচ্ছে ফেসবুক লাইভে এসে। পরে ফেসবুকে গিয়ে দেখি গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে।

জেসমিন বেগম জানান, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান জানান, নিহতের স্বজনরা জানিয়েছেন ফেসবুক লাইভে ফরহাদ হোসেন আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

Bootstrap Image Preview