Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবেদনময়ী হতে নিতম্ব বড় করার পরিকল্পনা, ভুল অস্ত্রোপচারে মডেলের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ০১:২৩ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০, ০১:২৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ নিজেকে বেশি আবেদনময়ী করে তুলতে নিতম্ব বড় করার পরিকল্পনা করেন মার্কিন মডেল জোসলিন ক্যানো। কিন্তু আরও বেশি আবেদনময়ী করতে গিয়ে নিজের প্রাণটাই হারালেন এই মডেল।

জানা যায়, নিতম্ব বড় করতে প্লাস্টিক সার্জারি করান ক্যানো। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে গত ৭ ডিসেম্বর মৃত্যু হয় ৩০ বছর বয়সী এই মডেলের। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

জোসলিনার পরিবার তার মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি। তবে লিরা মারসার নামে এক মডেল ও অভিনেত্রী নিজের টুইটার হ্যান্ডেলে জোসলিনার মৃত্যুর বিষয়টি প্রকাশ করেন।

জোসলিন একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার দারুণ প্রভাব ছিল। এ মডেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি। প্রিয় মডেলের মৃত্যুতে তার ভক্ত অনুরাগীরা শোক প্রকাশ করেছেন।

১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার আনাহেইমে জন্মগ্রহণ করেন জোসলিন। তবে বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোরে। মাত্র ১৭ বছর বয়েসে স্থানীয় ম্যাগাজিনে প্রথম মডেল হন তিনি। এরপর অনেক বিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়েছেন তিনি। অভিনয় করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।

Bootstrap Image Preview