Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইট ভিজে যাওয়ায় এক রাউন্ড গুলি চালালেন ভাটা মালিকের ছেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১১:৩৫ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০, ১১:৩৫ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ নলকূপের পানিতে ভাটার ইট ভিজে যাওয়াকে কেন্দ্র করে ফাঁকা গুলি বর্ষণ ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছালাভরা এলাকায় ভাটা মালিক আব্দুল মতিন বিশ্বাসের ছেলে ইমদাদুল হক সোহাগ উপজেলার দূর্গাপুর গ্রামে ভাটায় এসে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এবং প্রতিপক্ষের বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ধানের বীজতলায় পানি দেয়ার সময় গভীর নলকূপের পানি ইদুঁরের গর্ত দিয়ে ভাটায় প্রবেশ করে ইট ভিজে যায়। এ বিষয় নিয়ে ভাটা মালিক আব্দুল মতিন বিশ্বাস ও নলকূপের মালিক দূর্গাপুর গ্রামের হোসেন আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় পাতা মিয়ার লোকজন হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম বাবুকে মারধর করে। একপর্যায়ে ভাটা মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ ঘটনাস্থলে এসে এক রাউন্ড ফাঁকা গুলি করে এবং ভাটার পাশে হোসেন আলীর বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে।

হোসেন আলীর শ্যালক সেলিম উদ্দিন ওলি জানান, ইদুঁরের গর্ত দিয়ে ভাটায় পানি প্রবেশ নিয়ে ভাটার ম্যানেজার রহিম হোসেনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল ইসলাম বাবুকে মারধর করে। ভাটার মালিক আব্দুল মতিন বিশ্বাস (পাতা মিয়া) ও পুলিশ এসে দুলাভাই হোসেন আলীকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় ভাটা মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ এসে গুলি করে। ২০-২৫ জনের একটি দল নিয়ে বাড়িতে প্রবেশ করে দুলাভাই ও বোনকে মারধর করে ও টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

এ ব্যাপারে ভাটার মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ মুঠোফোনে জানান, তার বাবাকে মারধর করে পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করি।

Bootstrap Image Preview