যুক্তরাষ্ট্রে ন্যাশভিলে গাড়ি বিস্ফোরণে অন্তত ৩ জন আহত হয়েছেন। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের প্রাণকেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে, তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়।
বড়দিনের উৎসবে এমন বিস্ফোরণকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন ন্যাশভিলের মেয়র জন কুপার।
ন্যাশভিল পুলিশের এক মুখপাত্র জানান, এতে সন্ত্রাসীরা জড়িত আছে কি-না তা খতিয়ে দেখতে যৌথভাবে তদন্ত করছে এফবিআই ও এটিএফ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বিস্ফোরণটি এতোটাই শক্তিশালী ছিল যে, এর প্রভাবে আশপাশের সবকিছু কেঁপে ওঠে। এসময় পাশে থাকা তিনটি গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি’র ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, আশপাশের অন্তত ৪১টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের পরপরই আশপাশের এলাকায় কারফিউ জারি করেছেন মেয়র জন কুপার।