Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিআইজি পদে পদোন্নতি ১১ পুলিশ কর্মকর্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০৮:২২ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০, ০৮:২২ PM

bdmorning Image Preview


বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে ডিআইজি পদ থেকে পদোন্নতি দিয়ে ডিআইজি (গ্রেড-৩) পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর)  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

অতিরিক্ত ডিআইজি পদ থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি পদ প্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ হচ্ছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান বিপিএম-সেবা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান বিপিএম-সেবা, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এস এম আক্তারুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বিপিএম-সেবা, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. হায়দার আলী খান।

এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম বিপিএম, পিপিএম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বিপিএম (বার), র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. রুহুল আমিন বিপিএম-সেবা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বাসুদেব বনিক।

Bootstrap Image Preview