প্রথমবারের মতো পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে সারিতে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
তবে কেন্দ্রের ভেতরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও বাইরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। জেলা শহরের কেন্দ্রগুলোর বাইরে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী জাকিয়া খাতুনের সমর্থক ও বিএনপি মেয়র প্রার্থী তৌহিদুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিলার্জ করেছে পুলিশ ও বিজিবি।
বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকরা তাঁদের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন। বাধা উপেক্ষা করেও ভোটাররা ছুটছেন ভোট কেন্দ্রে। পিছিয়ে নেই নারীরাও। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে। প্রতিকেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। মাঠে রয়েছে দুই প্লাটুন বিজিবিও।
নির্বাচনে পুলিশের ৩টি, র্যাবের ৩টি মোবাইল টিম কাজ করছেন। দায়িত্ব দায়িত্ব পালন করছেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ১৫টি কেন্দ্রের ৯৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার রয়েছেন ৩৫ হাজার ১১ জন। নির্বাচনের এই চিত্র চোখে পড়ে সকাল সাড়ে ১০টার দিকে।