Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মা হলেন অপি করিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০২:৩৪ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০, ০২:৩৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ দেশীয় টেলিভিশনের খ্যাতনামা অভিনেত্রী ও স্থপতি অপি করিম মা হয়েছেন। গত সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। মূলত নতুন সন্তান ভূমিষ্টের পর নির্ঝর-অপি দম্পতিকে অভিনন্দন জানিয়ে ওই পোস্ট দেন চয়নিকা।

অপি করিমকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘বছরের শেষে দারুণ খবর! অপি, আজ তোমার দিন। খুব খুশি হয়েছি, তুমি মা হয়েছো আজ। কন্যা, মানে একজন জুনিয়র অপির জন্ম হলো।’

এই নির্মাতা আরো লেখেন, ‘বাবা মায়ের রাজকন্যা সুস্থ থাকুক, নিরাপদে থাকুক।’

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘আহা!’ ছবির মধ্য দিয়ে প্রথমবার চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন অপির স্বামী এনামুল করিম নির্ঝর। প্রথম ছবির মধ্য দিয়েই শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ পরিচালক এনামুল করিম নির্ঝর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ শ্রেষ্ঠ পরিচালক ২০০৭ অর্জন করেন। এছাড়াও ছবিটি মোট চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

Bootstrap Image Preview