Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজ বাড়িতে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০২:৫১ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০, ০২:৫১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পলাশপুর গ্রামের নিজ বাড়ি থেকে মিসাল বেপারী (২০) নামে এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিসাল উপজেলার বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক ও স্থানীয় সৌদি প্রবাসী মহিউদ্দিন বেপারীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মিসালের সাথে ঢাকা জেলার এক নিকট আত্মীয়ের প্রেমের সম্পর্ক চলছিল৷ সম্প্রতি বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে টানাপোড়েনের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই মিসাল আত্মহত্যা করতে পারে।

টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Bootstrap Image Preview