Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের দ্বিতীয় দলকে স্বাগতম জানাচ্ছে ভাসানচর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৩:২৫ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০, ১০:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভাসানচরে পৌঁছাল রোহিঙ্গাদের দ্বিতীয় দল। বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি জাহাজ ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের নিয়ে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় নৌবাহিনীর বোট ক্লাব সংলগ্ন জেটি থেকে জাহাজগুলো রওনা দেয়। 

আনুমানিক দুপুর ১ টায় ভাসানচরে পৌঁছায়। সব রোহিঙ্গারা স্বপ্রণোদিত হয়ে ভাসানচরে গেছে, কাউকে জোর করা হয়নি বলে জানিয়েছে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নৌবাহিনীর পক্ষ।

গত ৪ ডিসেম্বর যাদের আত্মীয়-স্বজন ভাসানচরে গেছেন তাদের কাছে সুযোগ-সুবিধার খবর শুনে এবার নিজেরাই তালিকায় নাম লিখিয়েছেন।

জানা গেছে, উখিয়া ও টেকনাফের তালিকাভুক্ত (রেজিস্টার) ক্যাম্প ছাড়া বাকি সব ক্যাম্প থেকেই এবার রোহিঙ্গারা ভাসানচর যাচ্ছেন।

কক্সবাজার ক্যাম্পে তাদের সন্তানদের উন্নত শিক্ষার ব্যবস্থা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল, তারা চাচ্ছেন এই ভাসানচরে তাদের সন্তানরা শিক্ষা পায় এবং উন্নত জীবন পেতে চায় বলেন রোহিঙ্গারা। 

Bootstrap Image Preview