Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘এইচএসসির ফলাফল প্রস্তুত, অধ্যাদেশ জারি হলেই ঘোষণা করা হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৪:২৯ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০, ০৪:২৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ করোনা মহামারির কারণে চলতি বছর বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। অধ্যাদেশ জারির জন্য অপেক্ষা করা হচ্ছে। আশা করা হচ্ছে জানুয়ারির মধ্যে অধ্যাদেশ জারি করা সম্ভব হবে। জারি হলেই এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, করোনা ভাইরাসের কারণে আগামী ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, এইচএসসির ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করা যাবে। এছাড়া এইচএসসির ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করতে হবে। ফলাফল প্রস্তুতের জন্য ইতোমধ্যে ৮ সদস্যের পরামর্শক কমিটি টিমে কাজ করছে।

Bootstrap Image Preview