Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পৌর নির্বাচন: নৌকা ১২৩৯৮, ধানের শীষ পেয়েছে ১৯০ ভোট !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৭:৫৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০, ০৭:৫৮ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন নৌকা প্রতীক নিয়ে বিএনপি প্রার্থীর চেয়ে ৬৫ গুণ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন (ধানের শীষ) পেয়েছেন ১৯০ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম ধাপে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে সংরক্ষিত আসনে কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ডে শামছুন নাহার শিখা, ২ নম্বর ওয়ার্ডে নিলুফা ইয়াসমিন রত্না ও ৩ নম্বর ওয়ার্ডে মোছা. পারভীন আক্তার বিজয়ী হয়েছেন।

কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে সিহাব উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে আরিফুল ইসলাম ভূঁইয়া, ৩ নম্বর ওয়ার্ডে আজিজুল হক, ৪ নম্বর ওয়ার্ডে মো. সোরহাব উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে মশিউর রহমান কিরণ, ৬ নম্বর ওয়ার্ডে মো. আমান, ৭ নম্বর ওয়ার্ডে শাহজাহান সাজু, ৮ নম্বর ওয়ার্ডে মো. বাবুল হুসেন, ৯ নম্বর ওয়ার্ডে ফয়জুর রহমান জীবন নির্বাচিত হয়েছেন।

Bootstrap Image Preview