করোনামুক্ত হলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। গেল সপ্তাহে সেখবর নিজেই জানিয়েছিলেন এ নায়িকা। সম্প্রতি তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তথ্যটি জানিয়েছেন এই ভারতীয় অভিনেত্রী।
সেই পোস্টে তিনি লিখেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমি এখন একদমই সুস্হ আছি। যারা আমাকে তাদের প্রার্থনায় রেখেছেন তাদের জন্য অনেক ভালোবাসা। সেইসাথে সুস্হ স্বাভাবিকভাবে নতুন বছর ২০২১ কে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছি আমি।
এছাড়াও সবাইকে সচেতন থাকার পাশাপাশি মাস্ক পরার জন্যেও বলেছেন এ নায়িকা।
রাকুলকে সর্বশেষ তেলেগু সিনেমা ‘মানমাধুদু ২’তে দেখা গেছে। এছাড়া তার আসন্ন সিনেমার তালিকায় রয়েছে কামাল হাসানের ‘ইন্ডিয়ান ২’, শিবাকার্থিকায়নের সায়েন্স ফিকশন সিনেমা ‘আয়ালান’সহ বেশকিছু সিনেমা।