Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাঠের পাশের জঙ্গলে নিয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ০৮:৩৫ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০, ০৮:৩৫ AM

bdmorning Image Preview
প্রতীকী


গাজীপুরের কালীগঞ্জে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছরের এক শিশু। মঙ্গলবার দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ইজিবাইক চালক সুজন শেখ (৩০) পলাতক রয়েছেন।

ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য ৩য় শ্রেণির ছাত্রী। তার বাবা একজন দিনমজুর। শিশুটির বাবা জানান, তিনি বাড়িতে ছিলেন না। কিন্তু বাড়িতে এসে তিনি মেয়েকে না পেয়ে বাইরে গিয়ে খুঁজতে থাকেন। এরপর শিশুটির চিৎকারে ওই পরিত্যক্ত ঘরে গিয়ে দু’জনকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এ সময় তিনি অভিযুক্ত ধর্ষককে জাপটে ধরলে পালিয়ে যায় সুজন।

শিশুটির বাবা বলেন, ‘দুপুরে শিশুটি মায়ের ভেজা কাপড় শুকাতে বাড়ির পাশের মাঠে যায়। এ সময় সুজন তাকে একা পেয়ে মুখে চেপে ধরে মাঠের পাশের জঙ্গলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে নগ্ন ভিডিও দেখায়। পরে জোর করে ধর্ষণ করে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

Bootstrap Image Preview