Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর গলার রগ কেটে দিলেন স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৪১ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৪১ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে হত্যার উদ্দেশে গলার রগ কেটে পালানো সময় পুলিশের হাতে আটক হয়েছে ভ্যানচালক স্বামী জসিম অধিকারী।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কালিভান্ডারদহ গ্রামে ওই ঘটনা ঘটে। স্ত্রী দোলন অধিকারীকে (২৫) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত পারিবারিক খুঁটিনাটি বিষয়ে স্বামীর সাথে বিবাদ চলে আসছিল দোলনের। আজ (৩০ ডিসেম্বর) সকালে পারিবারিক কলহের জেরে ধারালো চাকু দিয়ে দোলনকে গলা কেটে হত্যার চেষ্টা করে স্বামী। পরে মুমূর্ষু অবস্থায় দোলনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দাম্পত্য জীবনে তাদের ছোট দুটি মেয়ে আছে। এর আগে সেলুনের দোকানে কাজ করতো জসিম।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, দোলনের অবস্থা আশঙ্কাজনক। তার গলার রগ কেটে গেছে। তার গলায় সেলাই দেওয়া হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা রাজশাহীতে পাঠানো হতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী জসিম অধিকারীকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview