Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্কিন কংগ্রেসম্যানের প্রাণ গেল করোনায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ০৪:০১ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০, ০৪:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নির্বাচিত কংগ্রেসম্যান লিউক লেটরোর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৪১ বছর বয়স্ক এ রিপাবলিকান কংগ্রেসম্যান মারা গেছেন বলে জানিয়েছে তার ব্যাক্তিগত সহকারী।

গত কয়েকদিনের সকলের সমর্থন ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে লিউকের পরিবারের পক্ষ থেকে। এ কঠিন এবং অপ্রত্যাশিত সময়ে বিষয়টি গোপন রাখা হয়েছিল। এর আগে ১৮ ডিসেম্বর লিউক তার ফেসবুজ পেজে সংক্রমিত হওয়ার কথা জানিয়ে কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছিলেন। পরবর্তীতে তাকে ফ্রান্সিস হাসপাতাল থেকে এলএসইউ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানানো হয়েছিল।

লিউককে একজন উদীয়মান রাজনৈতিক তারকা হিসেবে অভিহিত করা হয়েছে লুউনিয়ানার রিপাবলিকান দলের পক্ষ থেকে। তার মৃত্যুতে রাজ্যটিতে অর্ধদিবস জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হবে বলে জানানো হয়েছে।

লিউকের মৃত্যুর ফলে রাজ্যটিতে একটি বিশেষ নির্বাচনের মাধ্যমে নতুন প্রতিনিধি বাছাই করে নিতে হবে। কিছুদিন আগেই রাজ্যটিতে ৬২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি।

Bootstrap Image Preview