Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সংসদে শীতকালীন অধিবেশন শুরু ১৮ জানুয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১২:৫১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০, ১২:৫১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। সেদিন বিকাল চারটা থেকে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুসারে অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। পরে এই ধন্যবাদ প্রস্তাবের প্রেক্ষিতে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এবার সংসদ অধিবেশন অন্যান্য অধিবেশনের মতোই যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

Bootstrap Image Preview