Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হোয়াইট হাউজে ফিরছে ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ০৩:৫২ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০, ০৩:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ছুটি সংক্ষিপ্ত করে ফ্লোরিডা থেকে হোয়াইট হাউসে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগো-তে  ক্রিসমাস ও নিউ ইয়ার পালনের জন্য অবকাশ কাটাতে যান ট্রাম্প । সেখানে বসেই  নানা নাটকীয়তার পর তিনি নাগরিক প্রণোদনা আইনে স্বাক্ষর করেন।

ট্রাম্প এখন ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন সামনে রেখে সমস্যা সৃষ্টি করার জোর প্রয়াস চালাচ্ছেন। ছুটি শেষের আগেই তিনি হোয়াইট হাউসে ফিরে আসছেন। প্রেসিন্টের সফরসূচি অনুযায়ী ট্রাম্প বৃহম্পতিবার হোয়াইট হাউসে ফিরবেন বলে বলা হচ্ছে। 

ট্রাম্প ছুটিতে ফ্লোরিডায় গেলেও নির্বাচনের ফলাফল নিয়ে ব্যস্ত ছিলেন। ফলাফল জালিয়াতির অভিযোগে একর পর এক মামলায় হারার পর আগামী ৫ জানুয়ারির দিকে তাকিয়ে আছেন ট্রাম্প। কংগ্রেস মিটিংকে ক্ষমতা ধরে রাখার শেষ সুযোগ হিসেবে নানা তৎপরতা চালাচ্ছেন ট্রাম্প। বছরের শুরুর সপ্তাহটি যুক্তরাষ্ট্রের জন্য অস্থির হয়ে ওঠার আলামত স্পষ্ট হয়ে উঠেছে। কংগ্রেসের যৌথ অধিবেশনে জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প।

ট্রাম্প-সমর্থক রক্ষণশীলরা ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্যাপক সমাবেশের ডাক দিয়েছেন। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন, এই সমাবেশ শান্তিপূর্ণ হবে না। বিরাজমান পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে আমেরিকার রাজনৈতিক মহলে।

প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০ জানুয়ারি শপথ নেওয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। যদিও তাদের প্রস্তুতির জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জো বাইডেন। এমন বাস্তবতায় ৬ জানুয়ারি কোনো বিশৃঙ্খলা হলে পরিস্থিতি কী দাঁড়াবে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মার্কিন জনগণের মনে।

উল্লেখ্য, ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করার পরদিনই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু মাইক পেন্সের বিদেশ যাত্রার সফরসূচি স্থগিত করা হয়েছে।

 

Bootstrap Image Preview