Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জানুয়ারিতে শৈত্যপ্রবাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২১, ০৮:৩২ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০২১, ০৮:৩২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


২০২১ সালের জানুয়ারি মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে, যার মধ্যে দুটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

এদিকে নতুন বছরের প্রথম দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, ‘উত্তর জনপদের কিছু জায়গায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই জায়গাগুলোর মধ্যে শ্রীমঙ্গল, নওগাঁ, দিনাজপুর, তেঁতুলিয়া, ডিমলা, রাজারহাট ও চুয়াডাঙ্গায় এটা অব্যাহত থাকতে পারে।’

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ায় পূর্বাভাসে বলা হয়েছে, ‘সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।’

Bootstrap Image Preview