Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২১, ০৯:৪০ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০২১, ১১:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় নরসিংদীর বেলাব উপজেলার জংগুয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে বিপরীতদিক ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই কারটির চার যাত্রীর মৃত্যু হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে পাঠানো হয়, বলে জানিয়েছে স্থানীয়রা ও পুলিশ। 

ঘটনাটি সম্পর্কে গণমাধ্যমকে জানান, ভৈরব হাইওয়ে থানার ওসি আল মামুন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। 

Bootstrap Image Preview