Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে কিশোর খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২১, ০৯:০৫ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০২১, ০৯:০৫ AM

bdmorning Image Preview


রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আরিফ নামে এক কিশোর খুন হয়েছে। এ সময় আহত হয়েছে আরিফের দুই বন্ধু।

শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে। আরিফ পরিবারের সঙ্গে সাততলা বস্তিতে থাকতো।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানান, কাঁচাবাজারের সামনে আরিফসহ তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কয়েকজন কিশোর। পরে তাদের বন্ধুরা ওই তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

আহত হাসান ও সোহাগ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানান, আরিফসহ ছয়-সাতজন মিলে মহাখালী কাঁচাবাজার এলাকায় একটি হোটেলে খেতে যাওয়ার সময় পেছন থেকে জনি নামে একজন তাদের ডাক দেয়। এতে তারা সাড়া না দিলে জনি, নুরুসহ কয়েকজন তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

Bootstrap Image Preview