Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘন কুয়াশায় সঙ্গে শীতে কাঁপছে দিল্লি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২১, ০৯:১০ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০২১, ০৯:১০ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারতের রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

ভারতের আবহাওয়া দপ্তর জানায়, ‘এই তাপমাত্রা মৌসুমের তো বটেই গত ১৫ বছরের মধ্যে সব থেকে বেশি শীত। এর আগে ২০০৬ সালের ৮ জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত বছরের জানুয়ারি মাসে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২.৪ ডিগ্রি সেলসিয়াস।’

শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশায় সঙ্গে হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু অবস্থা দিল্লির বাসিন্দাদের। এদিকে গোটা উত্তর ভারত জুড়েই চলছে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ‘দিল্লিতে আকাশ পরিষ্কার থাকার কারণে পশ্চিম হিমালয় থেকে বাধাহীনভাবে কনকনে ঠান্ডা বাতাস ঢুকছে। পশ্চিম হিমালয়ে ফের পশ্চিমী ঝঞ্জা তৈরি হচ্ছে। যার ফলে হিমালয় অঞ্চল এবং তার পাশ্বর্বতী সমতল অঞ্চলগুলোতে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত পারদ ক্রমশ নামতে থাকবে।’

Bootstrap Image Preview