Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রতিবন্ধী যুবকের রহস্যজনক মৃত্যু, মাছের ঘের থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২১, ০৩:১৮ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২১, ০৩:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন থেকে রিংকু মল্লিক (২২) নামে এক প্রতিবন্ধী যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইউনিয়নের মজুমদারের খালের পাশের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিংকু মল্লিক ওই এলাকার জব্বার মল্লিকের ছেলে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, সকালে স্থানীয় লোকজন মাছের ঘেরে নগ্ন ও কর্দমাক্ত মরদেহ ভাসতে দেখে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের দেওয়া তথ্য মতে, রিংকু মল্লিক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। কীভাবে রিংকুর মৃত্যু হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।

Bootstrap Image Preview