Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খালাতো বোনকে বেশি ভালোবাসায় মায়ের উপর অভিমানে ইবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২১, ০৩:২৪ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২১, ০৩:২৪ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ মায়ের উপর অভিমান করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফাবিহা সুহা নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ফাবিহা বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কচাতলা মোড় এলাকায়। তিনি ঝিনাইদহ প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি এডভোকেট জাহাঙ্গীর হোসেন এর বড় মেয়ে।

গত শনিবার (২ জানুয়ারী) রাতে নিজ বাড়িতে তিনি আত্মাহত্যা করেন। আত্মহত্যার বিষয়টি সুহার পারিবারের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, খালার বিবাহ বিচ্ছেদের পর ফাবিহার খালাতো বোন তাদের সাথে থাকতো। ফাবিহার অভিযোগ তার থেকে তার মা খালাতো বোনকে বেশি গুরুত্ব দিত। এ নিয়ে গত শুক্রবার তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে ঘটনাটি নিয়ে ফাবিহার পিতা-মাতার মধ্যে কলহ হয়। এর প্রেক্ষিতেই ফাবিহা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview