Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাবা-ছেলের ঝগড়া ঠেকাতে গিয়ে দায়ের কোপে প্রতিবেশীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২১, ০৩:৩০ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২১, ০৩:৩০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ যশোরের শার্শার ভূলোটে প্রতিবেশীর দায়ের কোপে মুক্তার হোসেন (৫০)নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গত শনিবার (২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ভুলোটের মৃত চান্দালির ছেলে এবং ঘাতক মামুন হোসেন (২৫) একই গ্রামের মাজহারুলের ছেলে।

স্থানীয়রা ও মেম্বার জানায়, দুপুরে বাবা-ছেলের মধ্যে বেড়া দেয়াকে কেন্দ্র করে মারামারি হয়। তখন প্রতিবেশী মুক্তার মারামারি ঠেকাতে গেলে তার গলায় দায়ের কোপ লাগলে তিনি সেখানেই মারা যান।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ি এস আই আনোয়ার হোসেন জানায়,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হবে।

তিনি জানান, সেখানে আসলে কি ঘটেছিল তা তদন্তশেষে বলা যাবে । আসামি পালাতক রয়েছে, তাকে আটকের অভিযান অব্যাহত আছে।

Bootstrap Image Preview