Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শুধু চট্টগ্রামেই নতুন করোনা শনাক্ত ৬৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২১, ০৫:২০ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২১, ০৫:২০ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৩২ টি নমুনা নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৩০ হাজার ৬২৮জন। তবে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।

রবিবার (৩ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৫ টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৮৯ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৭২ টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে এছাড়া বেসরকারি ল্যাব শেভরনে ২৫ টি পরীক্ষা করে ১৪ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৪ টি পরীক্ষা করে ৩ জন এবং জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‍্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১ টি নমুনা পরীক্ষা করে কোন শরীরে করোনা শনাক্ত হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৩ জন এবং উপজেলায় ৪ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫৯ জন।

Bootstrap Image Preview