Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাটছাড়া বেঁধেছেন ওম-মিমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২১, ০৮:২৯ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২১, ০৮:২৯ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


গাটছাড়া বেঁধেছেন জনপ্রিয় টালিউড তারকা ওম সাহানি ও মিমি দত্ত।

শনিবার (২ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন বছরের প্রথম দিনেই নিজেদের বিয়ের খবর জানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন এই তারকা জুটি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সেরেছেন ওম-মিমি।

ওম বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘এটা একেবারেই রূপকথার বাইরে! নতুন বছরের শুরুটা কেমন ছিল!’ এটা লিখে ইমোজিতে মুচকি হেসেছেন ওম।

ওম আরও লিখেছেন ‘২০২০ সালে হাজারো মানসিক চাপ, উত্তেজনার মধ্যে কিছু পজিটিভ খবর রয়েছে। আর এটাই প্রমাণ করে যে ভালোবাসা বাতিল হয়ে যায়নি। ২০২১ সালে আরও অ্যাডভেঞ্চারের অপেক্ষায় উল্লাস। মিস্টার ও মিসেস সাহানি।’

২০১১ সালে ওম সাহানি ও মিমি দত্তের পরিচয় হয়েছিল। ‘আলোর বাসা’ বলে একটি ধারাবাহিকে কাজ করতে গিয়ে তাদের আলাপ হয়। সেখান থেকেই ভাললাগা শুরু। ফের দেখা ২০১৭ সালে। তারপরই ওম-মিমির পুরনো সেই ভালোলাগা ভালোবাসায় বদলে যায়।

সম্প্রতি আয়ুষী টেন্ডুলরের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি। অন্যদিকে মিমি টেলিভিশনের বেশ পরিচিত মুখ।

Bootstrap Image Preview