বিডিমর্নিং ডেস্কঃ একমাত্র ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। আটকে গেছে বিয়ের আনুষ্ঠানিকতা। প্যান্ডেলেই দিতে হলো শেষ গোসল।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নাজমা বেগম ওই এলাকার কালাম মৃধার স্ত্রী।
পরিবার জানায়, নাজমা বেগমের চার সন্তানের মধ্যে মাহবুব রনি একমাত্র ছেলে। শুক্রবার তার বিয়ের দিন ছিল। আগের রাতে গায়ে হলুদ হওয়ায় বাড়ি ছিল আত্মীয়-স্বজনে ভরপুর। উৎসব মুখর পরিবেশে নতুন বউ আনতে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন রনির মা। গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজমা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিয়ে বাড়ির উৎসব পরিণত হয় শোকে।
মৃতের ছেলে জানান, শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তার মাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ কারণে শেষ পর্যন্ত বিয়েটি হয়নি। বিয়ের তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।