Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দল থেকে বাদ পড়লেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২১, ০৭:১০ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২১, ০৭:১০ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ মাসেই মাঠে নামবে বাংলাদেশ। রয়েছে ওয়ানডে ও টেস্ট সিরিজ। তবে ওয়ানডের জন্য ঘোষিত ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণার তালিকায় নেই মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে চোট ছাড়া পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি নড়াইল-এক্সপ্রেস। তাহলে কি অলিখিত ভাবে মাশরাফি অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে?

এবারও তিনি পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি। গত নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দিকে খুলনার হয়ে চার ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। এর ভেতর এক ম্যাচেই নেন ৫ উইকেট। তাই স্বাভাবিক ভাবেই পারফরম্যান্স ইস্যুতে বাদ পড়েননি তিনি। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করেই মাশরাফিকে না রাখার সিদ্ধান্তটা নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। কোন কিছুই গ্যাপ রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের প্ল্যান, ওর ফিটনেস ট্রেনার, বোলিং কোচ সবার সঙ্গে আলোচনা হয়েছে। পুরো টিম ম্যানেজমেন্ট যেটা বলে, সব ডিপার্টমেন্টের সবার সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মাশরাফি খেলা চালিয়ে যাবে এটা বলেছে। এটা পুরোপুরি তো ওর ওপর। ঘরোয়া ক্রিকেট খেলবে দেখা যাক কি হয়। এটা তো আমরা বলতে পারি না ওর পারফরম্যান্স কি হবে না হবে। তখন দেখা যাবে সেটা।’

Bootstrap Image Preview