Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খাল দখলকারী যেই হোক ছাড় পাবে না: আতিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২১, ০৯:৪৯ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২১, ০৯:৪৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


রাজধানীর খাল দখল ও খালের আশেপাশে অবৈধ স্থাপনা যারা গড়ে তুলেছে তারা প্রভাবশালী হলেও ছাড় পাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ইব্রাহিমপুর খাল পরিষ্কার ও খালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

এসময় মেয়র আতিক বলেন, ‘দায়িত্ব হাতে পাওয়ার পরই খালের অবৈধ দখল উচ্ছেদে আমরা কাজ শুরু করেছি। খাল দখলকারীরা প্রভাবশালী হলেও ছাড় পাবে না। খালের পাড়ের সব বহুতল ভবন ভেঙে দেয়া হবে।’

এর আগে সকাল ১১টায় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়।

এদিকে উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ডিএনসিসি মেয়র অভিযান পরিদর্শনে আসেন। এ সময় তিনি ইব্রাহিমপুর খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিদর্শন করেন।

পর্যায়ক্রমে অভিযান চলবে জানিয়ে এম সাইদুর রহমান জানান, ‘আজ ইব্রাহিমপুর পুলপাড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

Bootstrap Image Preview