Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সে আমাকে ভয় দেখিয়ে প্রতিদিন ধর্ষণ করতোঃ বিধবা নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২১, ০২:১৫ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২১, ০২:১৫ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ যশোরের বেনাপোলে ৪ বছর আগে বিধবা হওয়া এক নারী ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছে। বিধবা ওই নারী শিশুটির জন্মদাতার নাম প্রকাশ করলেও তা মেনে নিতে নারাজ অবৈধ সম্পর্ক স্থাপনকারী রেজাউল। এ ঘটনা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা সমলোচনা।

জানা যায়, বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের মাঠপাড়ায় মৃত আমিরুল হোসেনের স্ত্রী ৪ সন্তানের জননী কুলসুম বেগমের সাথে প্রতিবেশী রেজাউল গোপন সম্পর্ক গড়ে তোলে। এরই প্রেক্ষিতে গতকাল একটি নবজাতক প্রসব করলে বিষয়টি সকলের নজরে আসে।

বিধবা কুলসুম জানায়, ‘আমার স্বামী (আমিরুল) মারা যাবার পর প্রতিবেশি রেজাউল আমাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। বিষয়টি এলাকার বেশ কয়েকজন প্রভাবশালীকে জানালেও তারা এ বিষয়ে তেমন কোন ভূমিকা রাখেনি। যার কারণে তিনি প্রতিনিয়ত আমার ঘরের দরজা-জানালায় টুকা (সংকেত) দিত। এক পর্যায়ে তার সাথে সম্পর্ক সৃষ্টি হয়। এভাবে বেশ কিছুদিন গড়ালে পরবর্তী সময়ে আমি তার ডাকে সাড়া না দিলে সে আমাকে অনেক মারপিট করে। এরপর সে আমাকে নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে প্রায়দিনই আমার সাথে শারীরিক সম্পর্ক করত। এখন সে জানিয়েছে, বাচ্চা আমার হলে তার দায়িত্ব নিব কিন্তু আমাকে গ্রহণ করবে না’।

সে আরো বলে, ‘আমি একজন বিধবা নারী আমার দেখার কেউ নেই। রেজাউল আমাকে ভয়-ভীতি দেখিয়ে জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি ও আমার সন্তানের পরিচয় চাই’।

এদিকে অভিযুক্ত রেজাউল এর বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview