বিডিমর্নিং ডেস্কঃ বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবা ও বরের চাচাকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সাবেক নিত্যানন্দপুর গ্রামের কনের বাবা তোতা মিয়া ও পার্শ্ববর্তী চাঁদপুর ইউনিয়নের কন্যাদহ গ্রামের বরের চাচা আবদুল খালেক। এছাড়াও এ ঘটনায় বর লিটন মিয়াকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, সোমবার রাতে উপজেলার সাবেক নিত্যানন্দপুর গ্রামে সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।