Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাংস কম দেয়ায় বিয়ে বাড়িতে খুন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২১, ০৫:১৭ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২১, ০৫:১৭ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় একটি বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংর্ঘষে নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার (৫ জানুয়ারি) দিবাগত মাঝ রাতে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন নিহত আজহার মীরের ছেলে সুরুজ মীর।

ওসি জাহিদ বিন ইসলাম জানান, মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। আটক ৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নম্বর ৬।

মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ রফিয়াদি গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়া নিয়ে কনে পক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন বরের চাচা আজাহার মীর (৬৫)। ঘটনার পরপরই বর পক্ষের লোক বিয়ের কনেসহ ২২ জনকে আটকে রাখেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মেট্রপলিটন অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম ও এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান এবং রাতেই নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাতেই আটকদের থানায় নিয়ে যায় পুলিশ।

Bootstrap Image Preview