Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গৃহকর্মীকে বন্ধুর বাসায় নিয়ে রাতভর ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২১, ১২:৩৬ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২১, ১২:৩৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিয়ের প্রলোভনে গৃহকর্মীকে (১৮) বন্ধুর বাসায় নিয়ে রাতভর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতকে। গত বুধবার (৬ জানুয়ারি) ধর্ষণের দায় স্বীকার করে রাসেল মিয়া (২৬) নামে ওই যুবক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আসামি রাসেল মিয়া উপজেলার কালারুকা ইউপির মুক্তিরগাঁও হরিশপুর গ্রামের আজর আলী বাতাই মিয়ার ছেলে।

অভিযোগ থেকে জানা যায়, গৃহকর্মী ওই তরুণীর বাবা-মায়ের কোনো সন্ধান না পাওয়ায় গেলো এক বছর ধরে মুক্তিরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল হকের বাড়িতে ঝিয়ের কাজ করে আসছিলেন। গেলো ২০ ডিসেম্বর রাতে ওই বাড়িতে থাকা চেয়ারম্যানের ভাতিজা রাসেল মিয়া (২৬) ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিলেট মেজরটিলায় তার বন্ধু জাবেদ মিয়ার বাসায় নিয়ে যায়। সেখানে রেখে গেলো ১ জানুয়ারি তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই তদন্তকারী এসআই হাবিবুর রহমান পিপিএম ও এসআই লিটন দাস ধর্ষণকারী রাসেল মিয়াকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, গ্রেপ্তারকৃত আাসামি রাসেল মিয়া ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Bootstrap Image Preview