Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চূড়ান্তভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২১, ০৫:০৫ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২১, ০৫:০৫ PM

bdmorning Image Preview


ট্রাম্প অধ্যায়ের সমাপ্তি। সকল জল্পনা আর উৎকন্ঠার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন কংগ্রেসের যৌথ সভায় জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি শপথ নিতে আর কোনো বাধা নেই নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের।

এদিকে শপথের পূর্বেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবী উঠছে। পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের বিক্ষোভ, ভাংচুর, সন্ত্রাসী সহিংসতায় এ পর্যন্ত চারজনের মৃত্যু এবং ১৪ জন পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে। গ্রেফতার করা হয়েছে ৫২ জনকে। সংঘাত এড়াতে জারি করা কারফিউ, চলবে আগামী ১৫ দিন।

নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব। দৃশ্য ছিল এমন ওয়াশিংটন ডিসি’র ক্যাপিটল হিল বা সংসদ ভবনের ভেতরে অবরুদ্ধ দেশটির আইনপ্রণেতারা আর বাইরে কারফিউ। এমন শাসরুদ্ধকর অবস্থায় রাতভর চলে ইলেকট্রোরাল কলেজ ভোট গণনা। অবশেষ ভোট গণনা শেষে তা সত্যায়ন করে জো বাইডেনকে প্রেসিডেন্ট ও কামালা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করে কংগ্রেসের যৌথ সভা।

গণতন্ত্র ও সংবিধান রক্ষায় মার্কিন নেতাদের এ অভূতপূর্ব রায়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেন জো বাইডেন।

Bootstrap Image Preview