কুড়িগ্রামের উলিপুরে দুই স্ত্রী পালিয়ে যাওয়ায় কষ্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শাকিল মিয়া নামে এক যুবক। নিহত শাকিল মিয়া ওই উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের তবকপুরের বক্তার আলীর ছেলে। গত বুধবার (৬ জানুয়ারি) ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, শাকিল দুটি বিয়ে করেছেন। বনিবনা না হওয়ায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর দ্বিতীয় বিয়ে করেন তিনি। ৬ মাস সংসার করার পর সেই স্ত্রীও পালিয়ে যায়। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, দুই স্ত্রী চলে যাওয়ার কষ্টে আত্মহত্যা করেছেন শাকিল মিয়া।
উলিপুর থানার ওসি মোহাম্মদ আতিয়ার রহমান জানান, দুই স্ত্রী চলে যাওয়ার কষ্ট থেকেই শাকিল মিয়া আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।