Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২১, ০৪:১৭ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২১, ০৪:১৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিশ্বজুড়ে করোনা মহামারি আকার ধারণ করেছে। করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আট লাখ ২০ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১৪ হাজার ৭২৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৯ লাখ ৭ হাজার ৩৯ জন। আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৮৫ লাখ ২৭ হাজার ৪৭৩ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৩৬ লাখ ২২ হাজারের বেশি।

একদিনে চার হাজার ১৩৪ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে তিন লাখ ৭৪ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ২ কোটি ২১ লাখের বেশি সংক্রমিত।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৫৫ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ছাড়িয়েছে। নতুন ৮৭ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৭৯ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

রাশিয়ায় গত একদিনে মারা গেছে ৫০৬ জন। এ নিয়ে দেশটিতে ৬০ হাজার ৪৫৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজারের বেশি। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৩২ হাজারে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

Bootstrap Image Preview