Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আদালতে বিচারের দাবি নিয়ে ধর্ষিতা, পেলেন সংসার ও সন্তানের স্বীকৃতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২১, ০৮:৩১ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২১, ০৮:৩১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সাতক্ষীরায় আদালতে এক নারী ধর্ষণ মামলা করে।ফলে আদালতের রায়ে ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানকে স্বীকৃতি এবং ধর্ষিতাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিলেন রবিউল ইসলাম ওরফে নয়ন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে তাদের বিয়ে হয়। পরে আসামি জামিন পেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে নিজ বাড়িতে ফেরেন।

রবিউল ইসলাম ওরফে নয়ন সদর উপজেলার সয়ঘরিয়া গামের মৃত মোকছেদ কবিরাজের ছেলে।

আদালত সূত্র জানা যায়, ধর্ষিতা মামলা করার পর গত ২২ ডিসেম্বর অভিযুক্তকে গ্রেপ্তার করে হাজতে পাঠায় পুলিশ।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানির সময় বাদীপক্ষ থেকে বলা হয়, নিপীড়িত নারীকে বিয়ে, সন্তানকে স্বীকৃতি এবং নগদ এক লাখ টাকা দেওয়া হলে আসামির জামিনে তাদের আপত্তি নেই।

একপর্যায়ে আসামি নয়ন শর্ত মেনে এক লাখ টাকা দেনমোহরে এবং বাদীকে নগদ আরও এক লাখ টাকা দিয়ে বিয়ে করেন। সার্বিক অবস্থা বিবেচনা করে বিচারক শেখ মফিজুর রহমান আসামিকে জামিনে মুক্তির আদেশ দিলে নয়ন স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন।

Bootstrap Image Preview