Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর খিলগাঁওয়ে ৮৫ কোটি টাকার আন্তর্জাতিক সাপের বিষ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২১, ০৮:৫৩ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২১, ০৮:৫৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ৮৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করা হয়ে্যেছে। এ সময় আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় র‌্যাবের গোপন অভিযানে তাদের আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান জানান, ‘সাপের বিষসহ আটককৃতরা আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশ থেকে সাপের বিষ পাচার করে আসছিল।’

তিনি বলেন, ‘অভিযান চলছে। প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে বিস্তারিত জানানো হবে।’

Bootstrap Image Preview