Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীদের মতের ওপর পরীক্ষার সিদ্ধান্ত ছেড়েছে ঢাবির কলা অনুষদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২১, ১১:৪৫ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২১, ১১:৪৫ AM

bdmorning Image Preview


করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে শিক্ষার্থীদের মতামতের ওপর ছেড়ে দিয়েছে কলা অনুষদের বিভিন্ন বিভাগ। কলা অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সভায় বিভিন্ন বিভাগের পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়। ৪০ নম্বরের মিডটার্ম অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ৬০ নম্বরের কোর্স ফাইনাল শিক্ষার্থীরা অংশগ্রহণে রাজি হলে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্টরা জানান, অধিকাংশ বিভাগ শিক্ষার্থীদের মতামত আমলে নিয়ে (হল বন্ধ রেখে পরীক্ষা গ্রহণ না করা) পরীক্ষা স্থগিত রাখার পক্ষে সিদ্ধান্ত নেয়। তবে পরবর্তী ডিন কমিটির সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বলেন, আমি এ বিষয়ে অফিসিয়ালি কোনো চিঠি পাইনি।

Bootstrap Image Preview