Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় ৬২ জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ প্লেন নিখোঁজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২১, ১০:৪১ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২১, ১০:৪১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৬২ জন আরোহী নিয়ে শ্রীবিজয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ একটি প্লেন নিঁখোজ হয়েছে।

শনিবার ( ৯ জানুয়ারি) বিকেলে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম রিপাবলিকার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফ্লাইটে ছয় শিশুসহ ৬২ আরোহী ছিলেন। উড়োজাহাজটি পশ্চিম কালিমান্তান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পোন্তিওনাকে যাত্রা করার সময় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ উদ্ধারকারী সংস্থা একটি সার্চ কমিটি পাঠিয়েছে।

ফ্লাইট ট্র‍াকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটে জানায়, জাকার্তা থেকে উড়াল দেয়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।

Bootstrap Image Preview