Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেছে দেবর-ভাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২১, ১১:১৪ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২১, ১১:১৪ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের দোয়ারাবাজারের উৎস হোটেলে সন্দেহজনকভাবে অবস্থান করাকালীন দেবর ও ভাবিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে তাদের আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ। 

জানা যায়, শনিবার সকালে নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দোয়ারাবাজার উৎস হোটেলের ২য় তলার ৪নং কক্ষটি ভাড়া নেয়। কিছুক্ষণ পরেই তাদের আচার আচরণে সন্দেহজনক হলে বিষয়টি হোটেলের অন্যান্য কর্মচারীসহ স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন।  

খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নাজির আলম দেবর-ভাবিকে আটকের খবর নিশ্চিত করে বলেন, আটককৃতদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview