Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের বিতর্কে রিয়া চক্রবর্তী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ১২:৪৫ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০২১, ১২:৪৫ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, তাকে জড়িয়ে ধরে রয়েছেন বন্ধু রাজীব লক্ষ্মণ।

ছবিগুলো রাজীব লক্ষ্মণ ইনস্টাগ্রামে শেয়ারের পর তাতে ক্যাপশন দিয়েছেন, ‘মাই গার্ল’। আর এ নিয়েই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন আলোচিত অভিনেত্রী রিয়া।

নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, তাহলে সুশান্তকে ভুলে এবার নতুন করে মেতে উঠেছেন তিনি। আবার কেউ কেউ বলছেন, এখনো সুশান্ত মৃত্যুর রহস্য উদঘাটন হলো না অথচ তার আগেই জীবনে আরও একধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিয়া চক্রবর্তী। অনেক অ্যাডভান্স।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পর রাজীব লক্ষ্মণ বুঝতে পারেন তার জন্য সমালোচনার মুখে পড়তে হবে বান্ধবী রিয়াকে। ছবিগুলো তাৎক্ষণিক সরিয়ে ফেলেন তিনি।

বলিউডের উদীয়মান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সবচেয়ে সমালোচনার মুখে পড়েন তার বান্ধবী, অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

ক’দিন আগেই জানা গিয়েছিল যে, শিগগিরই অতীত ভুলে অভিনয়ে ফিরছেন রিয়া। এই সংবাদের রেশ কাটতে না কাটতেই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল নতুন বিতর্ক। যা এখন ঝড় তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Bootstrap Image Preview