Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুক্তি পেয়েছে কেজিএফ : চ্যাপ্টার টু টিজার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ১২:৫২ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০২১, ১২:৫২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নতুন বছরে মুক্তি পাচ্ছে কন্নড় ইন্ডাস্ট্রির ব্লকবাস্টার সিনেমা  ‘কেজিএফ’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমাটি।

গতকাল রাতেই চ্যাপ্টার ২ সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে। ভক্তদের চাহিদা মেটাতে চমক হিসেবে আগেই এই ছবির টিজারটি অবমুক্ত করা হলো।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১০টায় হাম্বল ফিল্মসের টুইটার অ্যাকাউন্টে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘কেজিএফ : চ্যাপ্টার ২’ টিজার প্রকাশ করা হয়।

টুইটারে টিজারের লিংক যুক্ত করে লেখা হয়, একবার একটি প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হবে! রকিং স্টার ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা।

সুপারস্টার ইয়াশ আর বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত যুগলবন্ধী হয়েছেন এ সিনেমায়। প্রথম পর্ব ‘কেজিএফ-১’ এর ধারাবাহিকতায় এর দ্বিতীয় পর্বও যে বেশ বড় ধামাকাই সৃষ্টি করবে তার ইঙ্গিত অবশ্য দিয়ে রেখেছেন সিনেমাবোদ্ধারা।

২০১৮ সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল গ্যাংস্টারদের গল্প নিয়ে তৈরি সিনেমা ‘কেজিএফ-১’। মুক্তির পর থেকে ভারতসহ বিশ্বে ব্যাপক সাড়া ফেলে ছবিটি। এর ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দিয়েছেন পরিচালক প্রশান্ত নীল। জানালেন আরো বড় ধামাকা আসছে শিগগিরই। তার ভাষায়, কেজিএফ : ২ শুধু ভারত নয়, পুরো বিশ্ব কাঁপাবে।

Bootstrap Image Preview